ফরিদপুর, বাংলাদেশ গ্লোবাল: গোপালগঞ্জকে চিরতরে মুজিববাদ মুক্ত করার জন্য মার্চ করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গোপালগঞ্জে ফ্যাসিস্টরা আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলছে। গোপালগঞ্জের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করা হোক। আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে আর কোনো সাধারণ মানুষকে যেন হত্যা করা না হয়। রিফাইন্ড আওয়ামী লীগের নতুন ভার্সন গতকাল মানুষ দেখেছে। গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করতে হবে। আমরা আবারও গোপালগঞ্জ যাবো, এই যাওয়া শেষ যাওয়া নয়।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যা কিছু হয়ে যাক, জুলাই পদযাত্রা থামানো যাবে না। ৬৪ জেলায় পদযাত্রা করেই ঘরে ফেরা হবে। ৩ আগস্ট শহীদ মিনারে ইশতেহার ও জুলাই সনদ ঘোষণার জন্য জড়ো হবো। আমরা ফরিদপুরের জন্য লড়াই করতে এসেছি বলেও উল্লেখ করেন তিনি।
সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসাইন বলেন, ভারতের সেবাদাসরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখে। দেশে মুজিববাদী কোনো রাজনীতির জায়গা হবে না। গণতান্ত্রিক ব্যবস্থায় আওয়ামী লীগের কোন স্থান হবে না। তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, সুশীলতার মোড়কে কেউ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাইলে তা জনগণ শক্ত হাতে প্রতিহত করবে।
দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, জুলাই বেঁচে থাকতে আওয়ামী লীগের কোন স্থান হবে না। গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলার সমুচিত জবাব দেয়া হবে। গোপালগঞ্জকে আওয়ামী লীগ মুক্ত করা হবে।
এনসিপির জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, বৈষম্যবিরোধী ফরিদপুর ছাত্র আন্দোলনের আহবায়ক মোহাম্মদ রিয়াজ সমাবেশে উপস্থিত ছিলেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com