ঢাকা      শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

‘মুজিববাদ’ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: নাহিদ ইসলাম

IMG
18 July 2025, 3:29 PM

মুন্সিগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: ‘মুজিববাদ ও ফ্যাসিবাদ শেষ না হওয়া পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর লড়াই চলবে’ বলে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘হামলা-মামলা দিয়ে এনসিপিকে দমন করা যাবে না। দেশ নির্মাণে সামনে আরেকটি লড়াই আসছে, সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি’।

এ সময় আসন্ন লড়াইয়ের জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। আজ শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জে এনসিপির পথসভায় এ আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘গোপালগঞ্জে হামলা হয়েছে। আরও ১০ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না। ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে’।

এ সময় জুলাই অভ্যুত্থানে গণহত্যায় জড়িত শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেখে মরতে চান বলে আশা প্রকাশ করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, ‘গোপালগঞ্জের সশস্ত্র সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। আমাদের সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই’।

দেশ এখনো স্বাধীন হয়নি মন্তব্য করে সারজিস বলেন, ‘ফ্যাসিবাদ নির্মূল না হলে দেশ স্বাধীন হবে না। শুধু গোপালগঞ্জে নয়, যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসীরা থাকবে; সেখানেই ঐক্যবদ্ধভাবে সবাইকে প্রতিরোধ করতে হবে’।

দেশের বাইরে থেকে যারা হত্যার পরিকল্পনা করছে, তাদের সবাইকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনার বিচার করতে হবে। তার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই’।

সভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবিলা করতে হবে’। সব রাজনৈতিক দলকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নেতা নির্ভর নয়, নীতি নির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে’।

সেই সঙ্গে, আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বেন বলেও হুঁশিয়ারি দেন হাসনাত আব্দুল্লাহ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন