ঢাকা      রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

সন্ধ্যায় মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

IMG
20 July 2025, 11:45 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। রোববার (২০ জুলাই) সন্ধ্যা ছয়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে। পাকিস্তানের বিপক্ষে দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টিতে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। গত মে মাসে পাকিস্তানে গিয়ে সিরিজ হারের পর ঘরের মাঠে ২০২১ সালে সবশেষ সিরিজেও পেয়েছে হারের স্বাদ।

২০১৬ সালের পর থেকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে জয় পায়নি বাংলাদেশ। ৯ বছরের সেই জয়ের খরা কাটাতে চায় লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। অন্যদিকে, জয়ের ধারা অব্যাহত রাখতে চায় পাকিস্তান। কারণ বাংলাদেশের বিপক্ষে ২২ ম্যাচের মধ্যে ১৯টি তেই জয় পেয়েছে সফরকারীরা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন