ঢাকা      মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

আহতদের বিনামূল্যে চিকিৎসা দেবে সরকার

IMG
22 July 2025, 2:34 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। সোমবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত সব রোগীকে সরকার বিনামূল্যে চিকিৎসা দেবে।” বেসরকারি হাসপাতালগুলোয় ভর্তি থাকা আহতদের কাছ থেকে যেন চিকিৎসা খরচ না নেওয়া হয়, সে নির্দেশনাও রয়েছে বিজ্ঞপ্তিতে।

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে সোমবার বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়। এতে মৃত্যু হয় অন্তত ২০ জনের। দগ্ধ হওয়াসহ নানাভাবে আহত হন দেড় শতাধিক মানুষ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন