ফরিদপুর, বাংলাদেশ গ্লোবাল: ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, আজ সকাল ১০টার দিকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, লোকাল বাসের চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com