স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিং করবে বাংলাদেশ। আজ মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেওয়া বাংলাদেশের সামনে সুযোগ পাকিস্তানকে ধবলধোলাই করার। সেই ম্যাচে টসে জিতে বোলিং বেছে নিয়েছে স্বাগতিকরা।
আগের ম্যাচের একাদশের পাঁচজনকে বাদ দিয়ে আজকের ম্যাচের একাদশ সাজিয়েছে বাংলাদেশ। বিশ্রাম দেওয়া হয়েছে ওপেনার পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান এবং মোস্তাফিজুর রহমানকে।
একাদশে ঢুকেছেন তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। ২০২৩ সালের জুলাইয়ের পর আজই প্রথম টি-টোয়েন্টি খেলবেন নাসুম।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com