ঢাকা      মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

ট্রাক চাপায় তিন মোটর সাইকেল আরোহী নিহত

IMG
25 July 2025, 8:29 PM

চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজি অটো রিকশার ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটর সাইকেলের চালক ও দুই আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া উপজেলার সিকদারদিঘী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‎লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আজাদুল ইসলাম সাংবাদিকদের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

‎নিহতরা হলেন: সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রামের বাসিন্দা ছিদ্দিক আহমদের ছেলে মামুন (৩১), একই এলাকার শাহ আকাম উদ্দীন পাড়ার বাসিন্দা ছিদ্দিক আহামদের ছেলে হুমায়ুন (৩৮) ও আব্দুর রশিদের পুত্র আব্দুস সাত্তার (৩৪)।

প্রত্যক্ষদর্শী মোর্শেদুল আলম জানান, চট্টগ্রামগামী মোটর সাইকেলটি পদুয়া সিকদারদিঘী নামক এলাকায় পৌঁছায়। এ সময় বারদোনা গ্রামীণ সড়ক থেকে একটি সিএনজি অটো রিকশা মহাসড়কে উঠতে গিয়ে মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলের চালক ও আরোহীরা সড়কে ছিটকে পড়েন। পরে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দু’জন ও হাসপাতালে নেওয়ার সময় একজনের মৃত্যু হয়।

‎‎দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুবুল আলম জানান, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের টিম রয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন