ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে এখন পর্যন্ত ৪০ জন রোগী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে আমাদের ইনস্টিটিউটে পাঁচজন রোগী ক্রিটিক্যাল অবস্থায় আছেন। পাশাপাশি সিভিয়ার গ্রুপে আছেন ১০ জন এবং ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছেন ২৫ জন। এর মধ্যে ১৫ জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, ভেন্টিলেশনে থাকা দু'জন রোগী এখন সজাগ হয়েছেন এবং নিজেরা নিঃশ্বাস নিতে পারছেন। এটি একটি স্বস্তির খবর। যদিও আমরা শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দু'জনকে হারিয়েছি। তবে গত ২৪ ঘণ্টায় রোগীদের অবস্থা কিছুটা উন্নতির দিকে যাচ্ছে।
নাসির উদ্দিন বলেন, আজকের পরিস্থিতি বিবেচনা করে আগামীকাল (শনিবার) চার থেকে পাঁচজন রোগীকে ছুটি দেওয়ার পরিকল্পনা রয়েছে। পরবর্তী পর্যায়ে আরও কয়েকজন রোগীকে ছেড়ে দেওয়া যাবে বলে আমরা আশাবাদী।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com