স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মেজর লিগ সকারে অল স্টার ম্যাচে না খেলার কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন লিওনেল মেসি ও জর্ডি আলবা। ফলে আগামীকাল রোববার সকালে অনুষ্ঠেয় সিনসিনাটির বিপক্ষে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে এই দুই অভিজ্ঞ খেলোয়াড়কে পাবে না ইন্টার মায়ামি।
মেজর লিগ সকারের নিয়ম অনুযায়ী, চোট না পাওয়া কোনো খেলোয়াড় অল স্টার ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিলে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।
অল স্টার ম্যাচের পর অনেকটা সময় পেরিয়ে যাওয়ায় ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো আশায় ছিলেন, হয়তো কোনো খারাপ খবর পেতে হচ্ছে না। এমএলএসের কমিশনারের বরাতে মার্কাও এমন খবর করেছিল যে, মেসি নিষিদ্ধ হচ্ছেন না। তবে সেই খবরের কয়েক ঘণ্টা পরই আসে মেসির নিষেধাজ্ঞার খবর।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com