ঢাকা      রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

মাইলস্টোনের আহতদের দেখতে সিএমএইচে স্বাস্থ্য উপদেষ্টা

IMG
26 July 2025, 4:42 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শনে আজ সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি সেখানে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

বর্তমানে সিএমএইচে বিমান দুর্ঘটনায় আহত আটজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য উপদেষ্টা তাদের প্রত্যেকের সঙ্গেই কথা বলেন এবং চিকিৎসা সেবার মান ও অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, “আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আহতদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল ধরণের চিকিৎসা সহায়তা প্রদান করা হবে।” তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সেবামূলক ভূমিকার প্রশংসা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন