টাঙ্গাইল, বাংলাদেশ গ্লোবাল: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। আজ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের তানভীর আহমেদ এবং সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের হুমাইয়ার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি।
আব্দুস সালাম পিন্টু নিহত তানভীর এবং হুমাইয়ার বাবা-মাকে শান্তনা দেন। এ সময় তাদের বাবা-মা কান্নায় ভেঙে পড়েন। পরিবারের সদস্যদের উদ্দেশ্যে আব্দুস সালাম পিন্টু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের সাথে দেখা করতে এসেছি। তিনি আপনাদের সব সময় খোঁজ খবর রাখছেন। আপনাদের যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হওয়া সম্ভব নয়। আপনাদের পাশে বিএনপি সব সময় থাকবে।
বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল এ সময় উপস্থিত ছিলেন। পরে বিএনপি নেতৃবৃন্দ নিহত দুই শিক্ষার্থীর কবর জিয়ারত করেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com