ঢাকা      সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে বিএনপিসহ সব দল: সালাহউদ্দিন আহমেদ

IMG
28 July 2025, 12:01 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যতোবারই হোক, এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমমন্ত্রিত্বের পক্ষে বিএনপিসহ সব দল। এতে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী প্রথা কমতে পারে। এ ছাড়াও নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে এ নিয়ম চালু থাকা উচিত।

সংবিধানের মূলনীতিতে কমিশনের প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত। তবে পঞ্চম সংশোধনীতে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের ধারা রাখার পক্ষে বিএনপি। পুলিশ সংস্কার কমিশন গঠন নিয়েও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে দলটি একমত। রোববার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৯তম বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, মূলত কোনও শাসক যেন স্বৈরাচারী ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ না পান, সে জন্য আমরা এক ব্যক্তির ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে থাকার বিপক্ষে। টানা বা বিরতি দিয়ে যেভাবে হোক, প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরের বেশি হবে না। অধিকাংশ রাজনৈতিক দলই এ বিষয়ে একমত বলে তিনি জানান।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ কমিশন গঠনের বিষয়ে সবাই একমত। মূলত শৃঙ্খলা রক্ষার জন্যই এ কমিশনের প্রস্তাব উঠেছে। কোনও পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে তার তদন্ত করা হবে। কমিশনের মৌলিক দায়িত্ব কী হবে তাও আইনের মাধ্যমে নির্ধারিত হবে। সেখানে একমত হয়েছে দলগুলো। আমরা বলেছি, পুলিশ বিভাগের কর্মকাণ্ড জবাবদিহির আওতায় আনতে হবে। তারা যেন মানবিক হয়।

তিনি বলেন, নারী আসনে বিদ্যমান ১০০ জনের আনুপাতিক করার পক্ষে আমরা মত দিয়েছি। তবে কিছু আসনে সরাসরি নির্বাচন করে আসা দরকার। তাই এবারের নির্বাচনে যে দল ৩০০ আসনে মনোনয়ন দেবে, তারা যেন ৫ শতাংশ আসনে নারীদের মনোনয়ন দেন। পরবর্তী সময়ে ১০ শতাংশ এবং পর্যায়ক্রমে পরবর্তী পার্লামেন্টে আরও বাড়ানো যেতে পারে।

আগামী নির্বাচনের তারিখ নিয়ে তিনি বলেন, এ বিষয়ে নিশ্চয়ই সরকার বলবে। সরকারের উচিত এ বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে জানানো।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন