ঢাকা      বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

ইসরাইল শর্ত পূরণ না করলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

IMG
30 July 2025, 12:53 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইসরাইল যদি "গাজার ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নেয়", তাহলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে যুক্তরাজ্য স্বীকৃতি দেবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার।

এর মধ্যে ইসরাইলকে অন্যান্য শর্তও পূরণ করতে হবে বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। যার মধ্যে রয়েছে যুদ্ধবিরতিতে সম্মত হওয়া, দ্বি-রাষ্ট্রীয় সমাধান প্রদানে দীর্ঘমেয়াদী টেকসই শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়া এবং জাতিসংঘকে সাহায্য সরবরাহ পুনরায় শুরু করার অনুমতি দেওয়া। অন্যথায় সেপ্টেম্বরেই জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাজ্য এই ঘোষণা দেবে।

স্যার কিয়ের স্টারমারের এই বক্তব্যের জবাবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাজ্যের এই পদক্ষেপ "হামাসের ভয়াবহ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করে"। অতীতে যুক্তরাজ্য সরকার বলেছিল, স্বীকৃতি এমন এক পর্যায়ে আসা উচিত যখন শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এর সর্বাধিক প্রভাব পড়তে পারে।

তবে আরও দ্রুত পদক্ষেপ নিতে কিয়ের স্টারমারের ওপর দেশটির অভ্যন্তরীণ নানা মহলের ক্রমবর্ধমান চাপ রয়েছে - যার মধ্যে তার নিজ দলের সংসদ সদস্যরাও রয়েছেন। এর আগে গত সপ্তাহে ফ্রান্সও ঘোষণা করেছিল, তারা সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে একটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। যা ছিল জি-৭ ভুক্ত বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে প্রথম কোনো দেশের ঘোষণা।

মঙ্গলবার জরুরি মন্ত্রিসভা বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে স্যার কিয়ের স্টারমার বলেন, গাজার "অসহনীয় পরিস্থিতি" এবং "দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা হ্রাস পাচ্ছে" - এমন উদ্বেগের কারণেই তিনি এখন এই পরিকল্পনা ঘোষণা করছেন। সাংবাদিকদের তিনি বলেন, "একটি কার্যকর এবং সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি একটি নিরাপদ, সুরক্ষিত ইসরাইল" যুক্তরাজ্যের এমন লক্ষ্য এই মুহূর্তে "অতীতের যেকোনো সময়ে তুলনায় চাপের মধ্যে"।

তিনি আরও বলেন, গাজার পরিস্থিতির উন্নতি করাই তার "প্রাথমিক লক্ষ্য", যার মধ্যে সহায়তা পৌঁছানো নিশ্চিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত। ইসরাইল সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করবে তা যুক্তরাজ্যের কাছে তুলে ধরার কথা উল্লেখ করে স্যার কিয়ের স্টারমার আরও বলেন, এটিও স্পষ্ট করে বলা উচিত যে, পশ্চিম তীরে কোনও দখলদারিত্ব থাকবে না।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন