ঢাকা      রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

সাংবা‌দিক তু‌হিন হত্যায় ৭ জন‌ গ্রেপ্তার

IMG
09 August 2025, 11:23 AM

গাজীপুর, বাংলাদেশ গ্লোবাল: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৮ আগস্ট) রাতে বি‌ভিন্ন স্থা‌নে অ‌ভিযান চা‌লিয়ে তাদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার রবিউল ইসলাম গ্রেফতা‌রের বিষয়টি নি‌শ্চিত করেছেন।

পু‌লিশ জানায়, গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী ও সুমনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে আল আমিনকে পুলিশ গ্রেপ্তার করে। অপরদিকে গাজীপুর সদর উপজেলার শিববা‌ড়ি এলাকা থেকে স্বাধীন নামে আরেকজনকে গ্রেপ্তার করে র‌্যাব। এছাড়াও জিএম‌পির বাসন থানার চান্না মাহবুব স্কুল মোড় এলাকা থে‌কে ফয়সাল হাসান এবং ময়মন‌সিং‌হের গফরগাঁও থানার চর মসলন্দ মোড়লপাড়া এলাকা থে‌কে শাহ জামালকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সি‌সি‌টি‌ভি ফুটেজ পর্যা‌লোচনা ক‌রে হত্যাকান্ডে জ‌ড়িত নি‌শ্চিত হয়ে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের পর হত্যাকান্ডের আসল রহস্য সম্প‌র্কে জানা যাবে এবং এজন্য তাদের রিমান্ডে আনা হবে বলে জানান জিএম‌পির উপ ক‌মিশনার র‌বিউল ইসলাম।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন