ঢাকা      সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

ভাগ্য নির্ধারণী ম্যাচে বিকেলে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি বাংলাদেশ (ভিডিও)

IMG
10 August 2025, 11:00 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে আজ রোববার (১০ আগস্ট) মাঠে নামছে বাংলাদেশ। এইচ গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। ভিয়েনতিয়েনের নিও লাও স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি।

পিটার বাটলারের শিষ্যরা দুর্দান্ত ফর্মে আছে। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে তিমুর লিস্তেকে গোলবন্যায় ডুবিয়েছে লাল-সবুজের মেয়েরা। তৃষ্ণা করেছেন হ্যাটট্রিক। দুই ম্যাচে ১১ গোল করে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। সমান ছয় পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে পিছিয়ে দক্ষিণ কোরিয়া রয়েছে দ্বিতীয় স্থানে।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে শেষ ম্যাচে অন্তত এক পয়েন্টই যথেষ্ট বাংলাদেশের জন্য। ড্র করলেও ইতিহাস গড়ে প্রথমবারের মতো বয়সভিত্তিক পর্যায়ে নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করবে তারা। আর জয় পেলে টানা নয় ম্যাচ জয়ের রেকর্ড গড়বেন আফঈদারা।

এই দলে জাতীয় দলের নয়জন ফুটবলার খেলছেন। জাতীয় নারী দল সম্প্রতি এশিয়ান কাপ বাছাইয়ে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। সেই ধারাবাহিকতায় অনূর্ধ্ব-২০ দলও এখন পর্যন্ত টানা ১১ ম্যাচে অপরাজিত।

গ্রুপে রানার্স আপ হলেও সুযোগ থাকবে সেরা তিন রানার্স আপের মধ্যে জায়গা করে নিয়ে চূড়ান্ত পর্বে ওঠার। আগামী বছর ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে হবে নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপ। মোট ১২টি দল অংশ নেবে, সেখান থেকে সেরা চার দল খেলবে পোল্যান্ডে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ ফুটবলে।

বাংলাদেশের মেয়েদের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে সেই স্বপ্ন পূরণের অপেক্ষা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন