ঢাকা      সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরে অপেক্ষায় বাংলাদেশ

IMG
10 August 2025, 6:54 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুরুতে গোল দিয়ে এগিয়ে গেলেও জিততে পারলো না বাংলাদেশের মেয়েরা। উল্টো একের পর এক গোল হজম করে ৬-১ ব্যবধানে হার মানে তারা।

লাওসের জাতীয় স্টেডিয়ামে আজ রোববার এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের 'এইচ' গ্রুপের ম্যাচে বাংলাদেশের জালে গোল উৎসব করে দক্ষিণ কোরিয়া। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই মূল পর্বে খেলার টিকেট পায় তারা।

আর বাংলাদেশকে থাকতে হবে অপেক্ষায়। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ শেষ হওয়ার পর জানা যাবে মূল পর্বে যেতে পারবে কিনা তারা।

বাছাইয়ের ৮ গ্রুপে ভাগ হয়ে খেলছে ৩২টি দল। আট গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে সেরা তিন রানার্স আপ আগামী বছর থাইল্যান্ডে হতে যাওয়া এই টুর্নামেন্টের মূল পর্বে খেলবে।

নিজেদের তিন ম্যাচের মধ্যে দুই জয়ে ৬ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচ হারের পর (+৫) গোল ব্যবধান নিয়ে গ্রুপ রানার্স আপদের তালিকায় তিন নম্বরে রয়েছে বাংলাদেশ। সব গ্রুপের ম্যাচ শেষ হওয়ার পরও বাংলাদেশ তিন নম্বরের মধ্যে থাকতে পারলেই মিলবে মূল পর্বের টিকিট।

অথচ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে পৌঁছে যেত বাংলাদেশ। সেই অভিযানে ম্যাচের ১৫ মিনিটেই তৃষ্ণা রাণী সরকারের গোলে এগিয়ে যায় তারা। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ।

পাঁচ মিনিটের মধ্যেই সমতায় ফেরে বাংলাদেশের চেয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়া। প্রথমার্ধে আর গোল করতে পারেনি দুই দল।

দ্বিতীয়ার্ধে ফিরে ৪৮ মিনিটে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। ৬০ মিনিটে স্কোরলাইন ৩-১ করে তারা। ওই ব্যবধানে হারলেও সম্ভাবনা উজ্জ্বল থাকতো বাংলাদেশের। কিন্তু শেষ দিকে দ্রুততম সময়ে আরও তিন গোল করে বাংলাদেশকে চাপে ফেলে দেয় দক্ষিণ কোরিয়া।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন