ঢাকা      সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ জিতলো বাংলাদেশ

IMG
10 August 2025, 11:58 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ জিতেছে বাংলাদেশ। আজ হারারে স্পোর্টস ক্লাবে ফাইনালে প্রোটিয়াদের ৩৩ রানে হারায় আজিজুল হাকিম তামিমের দল। দলের জয়ে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপও হয়তো কিছুটা কমেছে মিডল অর্ডার ব্যাটার রিজান হোসেনের। বল হাতেও শিকার করেছেন ৫ উইকেট।

রিজানের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংস ও কালাম সিদ্দিকির ফিফটিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ২৬৯ রান তোলে বাংলাদেশ। জবাবে ৪৮.৪ ওভারে ২৩৬ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়াতে হবে যুব বিশ্বকাপ। তার আগে দারুণ এক অভিজ্ঞতা নিয়ে ফিরছে বাংলাদেশ।

প্রোটিয়াদের ব্যাটিংয়ের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনিং জুটিতে ৮ ওভারে ৫৯ রান তোলে তারা। তারপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দুই ওপেনারকে ফেরান আল ফাহাদ। সুবিধা করতে পারেনি লোয়ার মিডল অর্ডারও। অ্যাডনান লাগাডিয়েনের ৪০, জ্যাসন রোলসের ৩৫, এনতান্দো সনির ৩৪ ও মোহাম্মদ বুলবুলিয়ার ৩১ রানের কল্যাণে ২৩৬ রান পর্যন্ত পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। দলের জয়ের জন্য অবশ্য ইনিংসগুলো যথেষ্ট ছিল না।

এর আগে, শিরোপা নির্ধারণী ম্যাচে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙে ৪১ রানে। তার পর ২৪ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। তবে চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১১৭ রানের জুটি গড়েন কালাম ও রিজান। ৪১তম ওভারের দ্বিতীয় বলে কালামকে ফিরিয়ে জুটি ভাঙেন বান্দিলে এমবাথা। ৭৫ বলে ৬ চারে ৬৫ রান করেন কালাম।

কালামের মতো ফিফটি পেয়েছেন রিজানও। তবে রিজান পুড়েছেন সেঞ্চুরির আক্ষেপে। ৯৬ বলে ১০ চারে ৯৫ রান করে আউট হয়েছেন তিনি। ২৯ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ আব্দুল্লাহ।

ডেথ ওভারে তাণ্ডব চালায় বাংলাদেশ। শেষ ৫৮ বলে ৮৭ রান যোগ করে উইকেট হারিয়েছে শুধু ১টি। যার সৌজন্যে বাংলাদেশের স্কোরে জমা হয় ২৬৯ রান। দক্ষিণ আফ্রিকার এমবাথা ৫০ রানে নিয়েছেন ২ উইকেট।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন