ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করতে পূর্ণ প্রস্তুত রয়েছে র্যাব। আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে পলিথিন বিরোধী অভিযান শেষে জাতীয় নির্বাচন নিয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
একেএম শহিদুর রহমান বলেছেন, সরকারের চাহিদামতো নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করবেন র্যাব সদস্যরা। জাতীয় নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন র্যাব মহাপরিচালক। পলিথিন বিরোধী অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com