স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাহরাইনে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল। গতকাল বৃহস্পতিবার দেশটিতে পৌঁছার পর নির্ধারিত হোটেলে তারা চেক ইন করেছে। এছাড়া বসুন্ধরা কিংসের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ শেষ করে তিনজন ফুটবলার রিমন হোসেন, মেহেদি হাসান শ্রাবণ ও মুজিবর রহমান জনি কাতার থেকে সরাসরি বাহরাইনে দলের সাথে যোগ দিয়েছেন।
এ বিষয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলের ম্যানেজার শাহিন হাসান জানান, পুরো দল বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com