স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভুটানে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী জাতীয় ফুটবল দল। ২০২৫ সালের সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে তারা নিরাপদে ভুটানে পৌঁছেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, দলের সকল খেলোয়াড় সুস্থ আছেন। ইতোমধ্যে তারা টিম হোটেলে চেক ইন করেছেন।
এর আগে, আজ সকাল ৯টা ১০ মিনিটে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল ভুটানের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। আগামী ২০ থেকে ৩১ আগস্ট ভুটানে সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।
এবারের সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নেপাল, ভারত, ভুটান এবং বাংলাদেশ খেলবে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দেশ চ্যাম্পিয়ন হবে। ২০ আগস্ট বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক ভুটানের বিপক্ষে। ২২ আগস্ট ভারত এবং ২৪ আগস্ট নেপালের বিপক্ষে খেলা। এভাবে পুনরায় সবার বিপক্ষে দ্বিতীয়বার খেলবে প্রত্যেক দল।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com