ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইউক্রেন যুদ্ধ নিয়ে আজ শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের আগেই দুই দেশের কর্মকর্তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। ট্রাম্প জানিয়েছেন, এই বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের বিষয়ে তিনি আশাবাদী। আলাস্কা বৈঠকে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবও গ্রহণ করা যাবে বলে মনে করছেন ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার ফক্স নিউজকে এ কথা জানান তিনি।
অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আলাস্কা বৈঠকে রাশিয়াকে সাময়িক যুদ্ধ বিরতির প্রস্তাবে সম্মত করা যাবে বলে তারা মনে করছেন। তবে যুদ্ধ বন্ধের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এখনো সময় সাপেক্ষ।
কিন্তু বৈঠকের আগে ওয়াশিংটনের এই মন্তব্যগুলিকে গুরুত্ব দিতে নারাজ ক্রেমলিন। রাশিয়ার মুখপাত্র জানিয়েছেন, আলাস্কা বৈঠক নিয়ে এখনই এত আশাবাদী হওয়ার কারণ নেই। এই বৈঠক কতটা সফল হবে তা সময়ই বলবে। উল্লেখ্য, পুতিন আগেই জানিয়েছেন, এখনই জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে চান না তিনি।
এদিকে, আলাস্কা বৈঠকের আগে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দেখা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ পরিস্থিতি নিয়ে দু'জনের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। আলাস্কা বৈঠকের আগে ট্রাম্পের সঙ্গে বৈঠকেইউরোপের দেশগুলি আগেই জানিয়েছিল যে, তারা ঐক্যবদ্ধ ভাবে ইউক্রেনের পাশে থাকবে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com