ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ (১৫ আগস্ট)। এ উপলক্ষে খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা, ‘৭১-এর মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদ, ‘৯০-এর গণতান্ত্রিক আন্দোলন এবং ‘২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com