ঢাকা      রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২
শিরোনাম

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ২

IMG
16 August 2025, 8:05 PM

সুনামগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মতিন ও আকবর আলী নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা হেলাল-খসরু উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আবদুল মতিন মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা কাকন বিবির মেয়ে সখিনা বেগমের স্বামী। অপরজন আকবর আলী লক্ষ্মীপুর ইউনিয়নের রূপনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় আব্দুল মতিন ও আকবর আলী আহত হন। স্থানীরা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারা মৃত্যুবরণ করেন। লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম দু'জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত চলছে বলেও জানান ওসি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন