ঢাকা      মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
শিরোনাম

ইউক্রেন ইস্যুতে ট্রাম্প-জেলেনস্কির বৈঠক

IMG
19 August 2025, 12:24 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইউক্রেন ইস্যুতে বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউজে বাংলাদেশ সময় সোমবার রাত ১১টার দিকে এই বৈঠকটি শুরু হয়েছে।

বৈঠকের আগে ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে অনেক অগ্রগতি হচ্ছে। আর জেলেনস্কি মন্তব্য করেছেন, কূটনৈতিকভাবে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় ইউক্রেনীয়দের সমর্থন আছে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে এই আলোচনায় অংশ নিতে ইউরোপীয় নেতারাও ওয়াশিংটনে এসেছেন। ইতালি, জার্মানি, ফ্রান্স ও ফিনল্যান্ড. ইইউ ও ন্যটোর শীর্ষ নেতাদেরও ওয়াশিংটনের আলোচনায় যোগ দেয়ার কথা রয়েছে। তাদের অংশগ্রহণকে ইউক্রেনের পক্ষে জোরালো সমর্থন হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, যখন এই আলোচনা চলছে, তখন মস্কো এক ঘোষণায় বলেছে, শান্তির অংশ হিসেবে ইউক্রেনে ন্যাটোর কোনো উপস্থিতি তারা মানবে না।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন