ঢাকা      মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২
শিরোনাম

ভারতে দেড় লাখ নতুন কর্মী নিয়োগ দিবে অ্যামাজন

IMG
19 August 2025, 9:44 AM

সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: অনলাইন মার্কেট প্লেস অ্যামাজন ইন্ডিয়া সোমবার ঘোষণা করেছে, উৎসবের মৌসুমে চাহিদা বৃদ্ধির কারণে তারা ভারতে দেড় লাখেরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে। সংস্থার তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে, “এর মধ্যে রয়েছে মুম্বাই, দিল্লি, পুনে, বেঙ্গালুরু, হায়দরাবাদ, লখনউ, কোচিন, কোয়েম্বাটোর, ইন্দোর, রায়পুর ইত্যাদি সহ ৪০০+ শহরে প্রত্যক্ষ ও পরোক্ষ কাজের সুযোগ।”

অ্যামাজন ইন্ডিয়ার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাজার হাজার মহিলা সহযোগী এবং ২০০০-এরও বেশি প্রতিবন্ধী ব্যক্তিদের (ভিন্নভাবে সক্ষম ব্যক্তি) জন্য চাকরির সুযোগ তৈরি হয়েছে এবং কোম্পানি ইতিমধ্যে এই নতুন সহযোগীদের অনেককে যুক্ত করেছে। চাকরিগুলি ফুলফিলমেন্ট কেন্দ্র (FC), বাছাই কেন্দ্র এবং লাস্ট-মাইল ডেলিভারি স্টেশনগুলিতে উপলব্ধ।

অ্যামাজনের ভারত ও অস্ট্রেলিয়ার ভিপি (অপারেশনস) অভিনব সিং বলেন, “এই নতুন সহযোগীদের অনেকেই উৎসবের সময়ের পরও অ্যামাজনের সাথে তাদের যাত্রা অব্যাহত রেখেছেন, তাদের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য বছরের পর বছর আমাদের সাথে কাজ করতে ফিরে আসছেন।”

তিনি বলেন, “আমাদের কার্যক্রমের সময়, আমরা সকল সহযোগীর নিরাপত্তা এবং কল্যাণকে অগ্রাধিকার দিই- তারা আমাদের ভবনে কর্মরত হোক বা গ্রাহকদের কাছে প্যাকেজ সরবরাহ করুক, যাই করুন না কেন।”

অভিনব সিং আরও বলেন, “আমরা একটি নিরাপদ, ন্যায়সঙ্গত এবং ক্ষমতায়নকারী কর্ম পরিবেশ গড়ে তোলার জন্য নিবেদিতপ্রাণ, যেখানে সামাজিক নিরাপত্তা সুবিধা অন্তর্ভুক্ত থাকবে এবং আমাদের সমস্ত দলের আর্থিক সুস্থতা বজায় থাকবে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ই-কমার্স নেটওয়ার্কে তার সহযোগীদের সুস্থতা নিশ্চিত করার জন্য অ্যামাজন ভারতে আশ্রয় বিশ্রাম কেন্দ্রের সংখ্যা ১০০-তে উন্নীত করেছে। এছাড়াও তারা প্রধান শহরগুলিতে ৮০,০০০-এরও বেশি ডেলিভারি সহযোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা প্রদানের দাবি করেছে, যার মধ্যে চক্ষু, দাঁত, BMI এবং চিকিৎসকের পরামর্শ সহ ব্যাপক পরিষেবা প্রদান করা হচ্ছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন