ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সৌদি আরবে নতুন কাউন্সেলর (হজ) হিসেবে নিয়োগ পেয়েছেন উপসচিব মো. কামরুল ইসলাম। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ৪ বছরের জন্য এ নিয়োগ আদেশ জারি করা হয়েছে। এ নিয়োগের মধ্য দিয়ে কামরুল ইসলাম বর্তমান কাউন্সেলর (হজ) যুগ্ম সচিব মো. জহিরুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।
ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ হজ অফিস, জেদ্দা, সৌদি আরবের সাংগঠনিক কাঠামোতে উপসচিব পদমর্যাদার পঞ্চম গ্রেডের 'কাউন্সেলর (হজ)' পদে ২০২০ সালের ১ নভেম্বর নিয়োগপ্রাপ্ত মো. জহিরুল ইসলামের নির্ধারিত চাকরির ৪ বছর মেয়াদ শেষ হয় গত বছর। এ পদে নিয়োগের জন্য গত বছরের ৮ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দেয়।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com