ঢাকা      মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২
শিরোনাম

পাসপোর্ট করতে এসে নারায়ণগঞ্জে রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার

IMG
19 August 2025, 10:21 AM

নারায়ণগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: নারায়ণগঞ্জের ফতুল্লায় পাসপোর্ট করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক রোহিঙ্গা তরুণ। গতকাল সোমবার (১৮ আগস্ট) দুপুরে ফতুল্লার ভুইগড় এলাকায় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রোহিঙ্গা তরুণ মো. আরিয়ান কক্সবাজার জেলার উখিয়া থানার ২৬ নম্বর লেদা রেহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

জানা গেছে, সোমবার দুপুরে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করতে ফতুল্লার ভুইগড় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আসেন মো. আরিয়ান। কাগজপত্র যাচাই-বাছাই করে সংশ্লিষ্টরা জানতে পারেন তিনি রেহিঙ্গা। এরপর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এ সময় তার কাছে পাসপোর্টের আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া বিভিন্ন কাগজপত্র ও নারায়ণগঞ্জের একটি বিদ্যুৎ বিল কপি পাওয়া যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, দালালের মাধ্যমে এই রোহিঙ্গা তরুণ বাংলাদেশি সেজে পাসপোর্ট তৈরি করে মধ্যপ্রাচ্যের কোনো দেশে পালানোর চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এর পেছনে কারা জড়িত ও পাসপোর্ট তৈরির কাগজপত্র কারা জোগাড় করে দিলেন, তার অনুসন্ধান করা হচ্ছে। জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন