ঢাকা      মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২
শিরোনাম

ডাকসু নির্বাচন পর্যবেক্ষণে গণমাধ্যম প্রতিনিধিদের আবেদনপত্র আহ্বান

IMG
19 August 2025, 3:42 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী নিবন্ধিত, লাইসেন্সধারী ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের জন্য পর্যবেক্ষক কার্ড দেওয়া হবে। রিটার্নিং কর্মকর্তাদের এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ পরিচালক ফররুখ মাহমুদ এই তথ্য জানিয়েছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ইলেকট্রনিক মিডিয়ার সর্বোচ্চ ছয়জন, প্রতিটি প্রিন্ট মিডিয়ার সর্বোচ্চ তিনজন এবং প্রতিটি অনলাইন মিডিয়ার সর্বোচ্চ তিনজন সাংবাদিককে পর্যবেক্ষক কার্ড দেওয়া হবে। কার্ডটি শুধু চলতি বছরের ৯ সেপ্টেম্বরের জন্য প্রযোজ্য থাকবে।

আগ্রহী গণমাধ্যম প্রতিনিধিদের আবেদনপত্রে কর্মরত প্রতিষ্ঠানের নিবন্ধন/লাইসেন্সের প্রমাণপত্রের ফটোকপি (২ কপি) ও সাংবাদিককে নিজের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (২ কপি) জমা দিতে হবে।

সংশ্লিষ্ট কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের চীফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আগামী ২৫ আগস্টের মধ্যে জমা দিতে হবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন