ঢাকা      মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২
শিরোনাম

এশিয়া কাপের ভারতীয় দল ঘোষণা, সহ-অধিনায়ক শুভমান গিল

IMG
19 August 2025, 3:58 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব থাকবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান হলো। আজ মঙ্গলবার এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক অজিত আগারকার। ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে। সূর্যকুমার যাদব অধিনায়ক। তবে টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে শুভমান গিলকে। ভারতের টেস্ট দলের অধিনায়ক হলেও এশিয়া কাপে সহ-অধিনায়ক করা হয়েছে তাকে।

স্থানীয় সময় দুপুর দেড়টার সময় দল ঘোষণার কথা থাকলেও তা প্রায় দেড় ঘণ্টা দেরিতে হয়। মুম্বাইয়ে বৃষ্টির কারণে দল নির্বাচনের বৈঠকে পৌঁছতে দেরি হয় প্রধান নির্বাচক আগারকার ও বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়ার। দলে শুভমান থাকবেন কিনা সে দিকেই নজর ছিল প্রত্যেকের। অবশেষে দেখা গেল, শুভমানকে রেখেছেন নির্বাচকরা। শুধু তাই নয়, তাকে সহ-অধিনায়কও করা হয়েছে। সূর্য যখন প্রথম ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন, তখন শুভমান ছিলেন তার ডেপুটি। কিন্তু গত দুটো সিরিজ়ে শুভমান খেলেননি। তার বদলে অক্ষর পটেলকে সহ-অধিনায়ক করা হয়েছিল। শুভমানকে নিজের পুরনো পদে ফেরানো হলো।

নজর ছিল যশস্বী জয়সওয়ালের দিকেও। কিন্তু তাকে ১৫ জনের দলে নেওয়া হয়নি। স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। আইপিএলে ভালো পারফরম্যান্সের পরও জায়গা পাননি শ্রেয়াস আয়ার। বাদ পড়েছেন রিয়ান পরাগও। দল ঘোষণার আগে শোনা যাচ্ছিল, রিঙ্কু সিংহ এই দলে সুযোগ পাবেন না। কিন্তু তার উপর ভরসা রেখেছেন নির্বাচকরা। কেকেআরের ব্যাটার রয়েছেন এশিয়া কাপের দলে। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে জায়গা পেয়েছেন জিতেশ শর্মা।

ভারত ক’জন অলরাউন্ডার নেয়, সে দিকেও নজর ছিল। পেসার-অলরাউন্ডার হিসাবে খেলছেন হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবে। স্পিনার অলরাউন্ডার হিসাবে নেওয়া হয়েছে অক্ষরকে। বিশেষজ্ঞ স্পিনার বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। তিন বিশেষজ্ঞ পেসারকে নেওয়া হয়েছে এশিয়া কাপের দলে। জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিংহের পাশাপাশি দলে সুযোগ পেয়েছেন কেকেআরের পেসার হর্ষিত রানা।

১৫ জনের দলের পাশাপাশি পাঁচ ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। তাঁরা হলেন প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল। ১৫ জনের দলের মধ্যে কেউ চোট পেয়ে ছিটকে গেলে পরিবর্ত ক্রিকেটার হিসাবে এই পাঁচজনের মধ্যে কাউকে নেওয়া হবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন