ঢাকা      বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
শিরোনাম

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩ হাজার ১৯০ অভিবাসী গ্রেফতার

IMG
20 August 2025, 11:14 AM

আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত ৪১৪টি অভিযানের মাধ্যমে মোট ৩ হাজার ১৯০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামারুদ্দিন এক বিবৃতিতে বলেছেন, গত জুলাই পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২৭৭টি অভিযানের মাধ্যমে ২ হাজার ১৫৮ জন বিদেশিকে গ্রেফতার করা হয়।

রাজ্যের ক্লাং থেকে ৬১৭ , হুলু ল্যাঙ্গাট ১৯৩, কুয়ালা সেলাঙ্গর ১০২ এবং বাকিদের অন্যান্য জেলা থেকে গ্রেফতার করা হয়। একই সময়ে ৯৪১ জন বিদেশির বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয়েছে। তাদের মধ্যে ৩৮৭ জন ইন্দোনেশিয়ান, ২৪৫ জন বাংলাদেশি, ১১৪ জন ভারতীয়, ৮১ জন পাকিস্তানি, ৪১ জন নেপালি, ২৮ জন মিয়ানমার, ১৮ জন শ্রীলঙ্কান এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক। বেশিরভাগ অপরাধের মধ্যে রয়েছে মেয়াদোত্তীর্ণ সময় ধরে অবস্থান করা, বৈধ পাস, পারমিট বা ভ্রমণ নথি না থাকা।

এছাড়া সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৫৬(১)(এল) ধারা অনুসারে বিদেশিদের সুরক্ষা দেওয়ার জন্য ২২ জন নিয়োগ কর্তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরে এক মিডিয়া এনগেজমেন্ট সেশনে সাংবাদিকদের এ তথ্য জানান পরিচালক খায়রুল আমিনুস।

তিনি বলেন, গত ৩১ জুলাই পর্যন্ত সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে ৯৭৭ জন বিদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৫৫ জন মিয়ানমারের নাগরিক, ইন্দোনেশিয়ার ১২৩, বাংলাদেশ ৯৮, ভারত ৩৫, পাকিস্তান ২০ এবং অন্যান্য দেশের ৪৬ জন নাগরিক রয়েছে। পরিসংখ্যানের ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে ১ হাজার ৩০ জন বিদেশিকে ডকুমেন্টেশন প্রক্রিয়ার পরে তাদের নিজ নিজ দেশের দূতাবাসের সহযোগিতায় নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিদেশি বন্দীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো বা স্থানান্তরের ক্ষেত্রে ১ হাজার ২১৯ জন বিমানপথে এবং ৩৭২ জনকে সমুদ্রপথে পাঠানো হয়। খায়রুল আমিনুস বলেন, রাজ্যের অভিবাসন বিভাগ অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইন প্রয়োগ অব্যাহত রাখবে এবং জনসাধারণকে তাদের এলাকায় বিদেশিদের সম্পর্কে তথ্য বিভাগকে জানানোর অনুরোধ করছে। অভিবাসন বিভাগ বিশেষ করে সেলাঙ্গরে বিভিন্ন অভিযানের মাধ্যমে দেশটিতে ইতিমধ্যে যারা আছেন - তাদের সংখ্যা নিয়ন্ত্রণে উপাদানগুলি বাস্তবায়ন করবে বলেও জানান রাজ্যের ইমিগ্রেশন পরিচালক।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন