ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আফগানিস্তানে মঙ্গলবার এক বাস দুর্ঘটনায় অনেক যাত্রীর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, দুর্ঘটনায় ৫০ জনের মৃত্যু হয়েছে। হেরাতের স্থানীয় কর্মকর্তা মোহাম্মদ ইয়ুসুফ সাইদি জানিয়েছেন, ইরান থেকে আফগান নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছিলো কাবুলগামী ওই বাসে।
পুলিশ জানিয়েছে, বাসটি প্রথমে একটি মোটর সাইকেলকে ধাক্কা মারে এবং তারপর জ্বালানি বোঝাই একটি ট্রাকে ধাক্কা মারে। এর পরেই বাসে আগুন লেগে যায়। যুদ্ধ পরবর্তী আফগানিস্তান থেকে বহু নাগরিক একটা সময় ইরানে পালিয়ে যান। ইরান তাদের আফগানিস্তানে ফিরে যেতে বলেছে। জাতিসংঘের একটি তথ্য অনুযায়ী, শুধু এই বছরেই প্রায় ১০ লাখ আফগান নাগরিককে ইরান এবং পাকিস্তান থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com