সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: অবশেষে নিজেদের টিকটক অ্যাপ প্রকাশ্যে আনলো হোয়াইট হাউস। যদিও জাতীয় নিরাপত্তার কারণে চীনের এই ভিডিও শেয়ার করার সোশ্যাল মিডিয়া অ্যাপটিকে নিষিদ্ধ করেছিলো যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রথম পোস্টটি একটি ২৭-সেকেন্ডের ক্লিপ। তার ক্যাপশনে লেখা, "আমরা ফিরে এসেছি, আমেরিকা। কী খবর টিকটক?" ক্লিপটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, "আমি আপনাদের স্বর।"
প্রথম ভিডিওটি প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই হোয়াইট হাউসের ফলোয়ার সংখ্যা ১৯ হাজারে গিয়ে দাঁড়ায়। ট্রাম্পের নিজস্ব টিকটক অ্যাকাউন্টে অবশ্য ১১০ মিলিয়ন ফলোয়ার।
ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পরই টিকটককে নিষিদ্ধ করতে উদ্যোগী হন। পরে অবস্থান পরিবর্তন করেন। জানানো হয়, নতুন প্রজন্মর সঙ্গে যোগাযোগ রাখতে সাহায্য করে টিকটক। টিকটকের উপর নিষেধাজ্ঞা আছে এখনো। তবে সময়সীমা বেড়েছে। নতুন সময়সীমা সেপ্টেম্বরের মধ্যভাগ। ট্রাম্প তার মধ্যেই টিকটককে চীনের বাইরের কোনো সংস্থার কাছে বিক্রি করার জন্য চাপ দিয়েছেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com