স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আজ বুধবার রাউন্ড রবিন লিগ পদ্ধতির টুর্নামেন্টের উদ্বোধনী দিনে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বাংলাদেশ।
প্রথমার্ধে সৌরভি আক্তার প্রীতি জাল খুঁজে পাওয়ার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেছেন আলপি আক্তার। স্বাগতিকদের পক্ষে ব্যবধান কমান রিনজিন দেমা চোডেন। পুরোপুরি সন্তোষজনক পারফরম্যান্স না করলেও ভুটানকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মাহবুবুর রহমান লিটুর দল।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com