স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতে আগামী ২৭ আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপ হকির বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। দল থেকে বাদ পড়েছেন চার সিনিয়র খেলোয়াড়- পুস্কর খিসা মিমো, মঈনুল ইসলাম কৌশিক, নাঈম উদ্দিন ও আবেদ উদ্দিন। এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন রেজাউল করিম বাবু। সহ-অধিনায়ক হিসেবে আশরাফুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। এর আগেও বাংলাদেশ হকি দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে বাবুর। নতুন করে দায়িত্ব পেয়ে বাবু বলেছেন, 'বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া সবসময় আনন্দের। আমি চেষ্টা করবো সেই আস্থার প্রতিদান দিতে।’
বাদ পড়াদের নিয়ে কোচ মশিউর রহমান বিপ্লব বলেছেন, ‘নির্বাচক কমিটির সঙ্গে কথা বলে কাজগুলো করেছি। যারা বাদ পড়েছেন, তারা ১২০ দিন খেলার বাইরে। দল গঠনের ক্ষেত্রে অভিজ্ঞতা এবং তারুণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে ও যাদের ফিজিক্যাল ফিটনেস ভালো, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে।’
ভারতে গিয়ে খেলতে রাজি না হওয়ায় এশিয়া কাপ হকি থেকে নাম প্রত্যাহার করে পাকিস্তান। এতে সুযোগ পায় বাংলাদেশ। সেটা আগে থেকে অনুমেয় ছিল বলেই ক্যাম্প চালু রেখেছিল বাংলাদেশ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলমান সেই ক্যাম্পে ছিলেন বাদ পড়াদের চারজনই। তবে দল ঘোষণায় কেন তাদের রাখা হলো না, তা নিয়ে কোচের ব্যাখ্যা, ‘তারা আগের দলে ছিল না। ম্যানেজমেন্ট যদি তাদের ক্যাম্পে না ডাকতো, তাহলে আপনারাই বলতেন তাদের কেন ডাকলেন না।’
বাংলাদেশ দল:
গোলরক্ষক: বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন
ডিফেন্ডার: রেজাউল করিম বাবু (অধিনায়ক), আশরাফুল ইসলাম (সহ-অধিনায়ক), ফরহাদ আহমেদ সিটুল, সোহানুর রহমান সবুজ, হোজাইফা হোসেন, আমিরুল ইসলাম, মেহেদী হাসান
মিডফিল্ড: রোমান সরকার, ফজলে হোসেন রাব্বি, আল নাহিয়ান শুভ, তৈয়ব আলী, তানভীর হোসেন সিয়াম
ফরোয়ার্ড: ওবায়দুল হোসেন জয়, রাকিবুল হাসান, আরশাদ হোসেন, মো. আব্দুল্লাহ।
স্ট্যান্ডবাই: শাহিদুল রহমান সাজু
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com