ঢাকা      রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
শিরোনাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংকট ও খাবারের মান উন্নয়নে লিখিত প্রস্তাবনার আহ্বান তারেক রহমানের

IMG
23 August 2025, 8:18 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সংকট নিরসন এবং খাবারের মান উন্নয়নে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে লিখিত প্রস্তাবনা তৈরির আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

এতে তারেক রহমান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মী ও কিছু সংখ্যক শিক্ষার্থীর সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। সেখানে দেখা গেছে, আবাসিক সংকট নিরসন এবং হলগুলোতে বসবাস ও খাবারের মান বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘এ বিষয়ে আমি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে হলগুলোর বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে একটি লিখিত প্রস্তাবনা প্রস্তুত করে বিএনপির কাছে উপস্থাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তারেক রহমান আরও বলেন, ‘দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যাবলী ও সম্ভাবনাগুলো চিহ্নিত করে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সুপারিশসহ একটি প্রতিবেদন তৈরির জন্য ইতোমধ্যে ছাত্রদলের সংশ্লিষ্ট নেতা-কর্মীদের বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন