ঢাকা      রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২
শিরোনাম

গৃহবধূকে জিম্মি করে ধর্ষণের অভিযোগ

IMG
24 August 2025, 6:26 AM

নারায়ণগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: এক গৃহবধূকে জিম্মি করে দফায় দফায় ধর্ষণের অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার ভোরে জেলার আড়াইহাজার উপজেলার উলুকান্দি পশ্চিমপাড়া থেকে ফয়সাল আহমেদ (৩৪) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী নারীর অভিযোগ, ফয়সাল নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে তার সাথে সম্পর্ক গড়ে তোলেন। পরে বিভিন্ন জায়গায় নিয়ে তাকে ধর্ষণ করেন। এমনকি তাকে জিম্মি করে এক লাখ টাকাও দাবি করেন। পরে তিনি ভাইকে বিষয়টি জানালে তাকে উদ্ধার করে পুলিশ।

ফয়সাল আহমেদের বাড়ি নরসিংদীর মাধবদী ধানার মেহেরপাড়া পাঁচদোনা এলাকায়। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শাহীনুর আলম সাংবাদিকদের বলেন, ফয়সাল আহমেদের বিরুদ্ধে ঢাকার শাহবাগ ও তুরাগ থানায় মামলা রয়েছে। তিনি পেশাদার প্রতারক। তিনি সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে গোপালগঞ্জে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করেন। এছাড়া ময়মনসিংহের নান্দাইলের এক প্রবাসীর স্ত্রীকে ফাঁদে ফেলেন। পরবর্তীতে স্বামীকে তালাক দিয়ে ওই নারীকেও ধর্ষণ করেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন