স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর নারী ফুটবল দলের জন্য দেড় কোটি টাকার বোনাস ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুত বোনাস এখনো হাতে পাননি খেলোয়াড়রা।
শুধু তাই নয়, এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে শীর্ষস্থান অর্জন করে মূল পর্বে জায়গা করে নেওয়া নারী দলের ফুটবলাররাও এখন পর্যন্ত কোনো ধরনের আর্থিক পুরস্কার পাননি।
তবে এ বিষয়ে আবারও নতুন করে আশ্বাস দিয়েছে বাফুফে।
গতকাল শনিবার রাজধানীর বাইরে একটি রিসোর্টে অনুষ্ঠিত বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে ফেডারেশনের সদস্য আমিরুল ইসলাম বাবু জানান, মেয়েদের সঙ্গে যেসব প্রতিশ্রুতি রয়েছে, তা পূরণে বাফুফে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বর্তমানে মেয়েরা ভুটান লিগে খেলতে ব্যস্ত এবং সেখান থেকে তারা অন্যত্র খেলতে গেছে। খেলোয়াড়রা দেশে ফিরলে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সব ধরনের পুরস্কার বুঝিয়ে দেওয়া হবে। তবে কবে নাগাদ এসব প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেবে, সে প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর মেলেনি।
আমিরুল ইসলাম বাবু জানান, বিষয়টি নিয়ে সভায় আলোচনা হয়েছে এবং “খুব সহসাই” বোনাস বুঝিয়ে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি। নারী দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কিছুটা ইঙ্গিত দেন বাফুফের সদস্য। তিনি জানান, দলের প্রধান কোচ বর্তমানে দেশের বাইরে রয়েছেন এবং খেলোয়াড়রা দেশে ফিরলে নতুন কিছু পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হবে। একটি প্রস্তাব ইতোমধ্যে ফেডারেশনে জমা পড়েছে। যদিও সে বিষয়ে বিস্তারিত জানাতে এখনই রাজি হননি তিনি।
এদিকে, দেশের বাইরে নারী দলের দু'টি প্রস্তুতি ম্যাচ আয়োজনের বিষয়টিও প্রায় চূড়ান্ত। তবে এর আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি। সভায় শুধু নারী দল নয়, বাফুফের রেফারিজ কমিটি নিয়েও আলোচনা হয়েছে। গঠিত হয়েছে একটি প্রাথমিক কমিটি, যার নেতৃত্বে রয়েছেন ফেডারেশনের একজন সহসভাপতি। কয়েক দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ও পরিকল্পনা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ বনাম ভুটান এবং বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের আয়-ব্যয়ের হিসাব এখনো প্রকাশ করেনি বাফুফে। তবে বাফুফে সূত্র জানিয়েছে, এই দুটি ম্যাচের আলাদা হিসাব উপস্থাপন করতে আগামী ৩০ আগস্ট পর্যন্ত সময় নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর এসব ম্যাচের পূর্ণাঙ্গ আয়-ব্যয়ের হিসাব গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।
এছাড়া সেপ্টেম্বরে ফুটসাল দলের মালয়েশিয়া সফরের প্রস্তুতির কথাও জানানো হয়েছে। পাশাপাশি অনূর্ধ্ব-১৭ ছেলেদের দল অংশ নিচ্ছে সাফ এবং এএফসির টুর্নামেন্টে। এই দলের সার্বিক পৃষ্ঠপোষকতা করছে বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদীর মালিকানাধীন প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com