স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এশিয়া কাপ শেষে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতেই হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। যৌথ বিবৃতিতে আজ রোববার দুপুরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দিনক্ষণ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
আমিরাতে আগামী ২ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ তারিখ। এরপর দুই দিন বিরতি দিয়ে ওয়ানডে সিরিজের খেলা শুরু হবে ৮ অক্টোবর। বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে ১১ ও ১৪ তারিখ।
গত বছর হওয়ার কথা ছিল বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে এই দুই সিরিজ। কিন্তু নানা কারণে তখন পিছিয়ে যায় বাংলাদেশের এই সফর। এবার এশিয়া কাপ শেষ করে আফগানিস্তানের বিপক্ষে আবার খেলবে বাংলাদেশ।
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে 'বি' গ্রুপে আছে বাংলাদেশ ও আফগানিস্তান। তাদের সঙ্গে অন্য দুই দল শ্রীলঙ্কা ও হংকং। প্রথম রাউন্ডে বাংলাদেশের শেষ ম্যাচে ১৬ সেপ্টেম্বর। আর সুপার ফোরে উঠতে পারলে খেলতে হবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।
তাই সুপার ফোরে উঠতে পারলে এশিয়া কাপ থেকে আর দেশে ফিরবে না বাংলাদেশ। আর যদি প্রথম রাউন্ডে বাদ পড়ে যায়, তাহলে দেশে পরে আবার সংযুক্ত আরব আমিরাতে যাবে তারা।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com