ঢাকা      রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২
শিরোনাম

বিদ্যমান ড্যাপে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ জমির মালিকদের (ভিডিও)

IMG
24 August 2025, 3:23 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিদ্যমান ড্যাপের (ডিটেইল এরিয়া প্ল্যান) কারণে রাজধানীর জমি মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন। বিদ্যমান ড্যাপকে বাতিল করে ২০০৮ সালের ইমারত নির্মাণ বিধিমালা পুনরায় চালুর দাবি জানিয়েছেন তারা।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়ক ড. দেওয়ান এম এ সাজ্জাদ। সংবাদ সম্মেলন থেকে চারটি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে- ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮-এর আলোকে ড্যাপ বাস্তবায়ন করতে হবে। ভবনের উচ্চতা মালিক ও জনবান্ধব করে নির্দেশিকা জারি করতে হবে। রাজউকের হয়রানি বন্ধ ও সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনকে অংশীজন হিসেবে পক্ষভুক্ত করতে হবে।

এম এ সাজ্জাদ বলেন, আগে যেখানে ১০ তলা ভবন তৈরি করা যেত, এখন সেখানে পাঁচতলা ভবন তৈরি করা যায়। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আবার বলা হচ্ছে- তিন বছর পর পর ড্যাপ সংশোধন করা হবে। তাহলে এখন একজন পাঁচতলা বানিয়ে রাখবে। তিন বছর পর সেটাকে আটতলা বানাবে? এমনিতেই দেশে কৃষি জমি কমে যাচ্ছে, তার ওপর ভবনের উচ্চতার ব্যাপারে এতো বিধিনিষেধ আরোপ করলে ভবিষ্যতে খাল-বিল, কৃষি জমি দ্রুত হারিয়ে যাবে।

জমি মালিক তানভীর আহমেদ, এজাজ হোসেন, রেজওয়ানা ইসলাম সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন