ঢাকা      মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২
শিরোনাম

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

IMG
26 August 2025, 9:39 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চঞ্চল শরীফ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।

নিহত বাবু শনির আখড়া এলাকায় মৃধা বাড়িতে থাকতেন। তিনি ওই এলাকার মৃত সদর আলীর ছেলে। একটি আইটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। তন্ময় নামে বাবুর এক বন্ধু জানান, সোমবার রাতে গলির ভেতর থেকে বাবুর এক ছোট ভাইয়ের মোবাইল নিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। তিনি বিষয়টি জানতে পেরে চার-পাঁচজন বন্ধুসহ সেখানে যান। সেখানে গিয়ে মোবাইলের কথা জিজ্ঞেস করতেই দুর্বৃত্তরা তাদের মারপিট শুরু করে। একপর্যায়ে বাবুর গলায় ছুরি ঢুকিয়ে দেয়। এ সময় শরীফ নামে আরও একজন গুরুতর আহত হন। পরে তাদের দু'জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, শরীফের অবস্থাও আশঙ্কাজনক। তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। তার জন্য কয়েক ব্যাগ রক্তের ব্যবস্থা করা হয়েছে। দুর্বৃত্তদের বিষয়ে তন্ময় বলেন, ‘ওই ২০-৩০ জনের মধ্যে কোরবান, হাসান, হোসাইন ও জনি নামে কয়েকজনকে আমরা চিনতে পেরেছি। চোখের সামনে আমার বন্ধুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। আরেকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।’

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এছাড়া গুরুতর আহত একজনের চিকিৎসা চলছে। বিষয়টি তারা যাত্রাবাড়ী থানা পুলিশকে জানিয়েছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন