স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দারুণ এক জয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। এখন তাদের সামনে আবারও নেপাল। সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচে আগামীকাল বুধবার (২৭ আগস্ট) আবারও নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে।
জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। তবে নিজেদের তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। নেপালকে ৩-০ গোলে হারায় তারা। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন সুরভি আকন্দ, থুইনুই মারমা ও রিয়া।
এই জয়ে ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ। অন্যদিকে, ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com