স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: হিরো এশিয়া কাপে অংশ নিতে ভারতের বিহারে এখন ২৪ সদস্যের বাংলাদেশ জাতীয় হকি দল। আজ বুধবার বিহারের রাজগিরের টুর্নামেন্ট ভেন্যুতে যায় বাংলাদেশ দল। সেখানে কঠোর অনুশীলন করে তারা। আগামী শুক্রবার (২৯ আগস্ট) হকি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে তারা।
গত এপ্রিল মাসে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এএইচএফ কাপে তৃতীয় হয়ে মূল আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও শেষ মুহূর্তে সুযোগ পেয়েছে বাংলাদেশ। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সরে দাঁড়ানোয় তাদের পরিবর্তে অংশ নিচ্ছে লাল-সবুজের দল। তারপরও প্রস্তুতি নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে।
জুলাই মাসে ১২ দিনের ফিটনেস ক্যাম্পের পর মূল প্রস্তুতির জন্য মাত্র ১৪ দিন সময় পেয়েছেন খেলোয়াড়রা। এছাড়া গত এপ্রিলের পর থেকে কোনো ঘরোয়া প্রতিযোগিতায় অংশ না নেওয়ায় ম্যাচ ফিটনেসের ঘাটতিও রয়েছে।
‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপে। ৮ দলের এই টুর্নামেন্টে সর্বোচ্চ দিয়ে লড়াই করতে দৃঢ় প্রতিজ্ঞ লাল-সবুজের দল। মালয়েশিয়ার বিপক্ষে উদ্বোধনী দিনের ম্যাচের আগে নিজেদের আরেকটু ঝালিয়ে নিতে চায় বাংলাদেশ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com