ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর উত্তরায় একটি কাপড়ের শো রুমের ট্রায়াল রুমে গোপন ক্যামেরা লাগিয়ে নারীদের ব্যক্তিগত মুহূর্ত ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছেন বিক্ষুব্ধ জনতা। গতকাল বুধবার বিকেলে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর রায়হান খান দ্য সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, 'ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে। উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল ইউনিট-২ এর বিপরীত পাশে ফ্যামিলি ফ্যাশন নামে ওই শো রুমের স্বত্বাধিকারী ফরহাদ হোসেনকে মারধরের পর বিক্ষুব্ধ জনতা পুলিশের হাতে তুলে দেন।'
এসআই রায়হান বলেন, 'এক নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন, সেখানে ফরহাদকে আসামি করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আমরা ১০ দিনের রিমান্ড আবেদন করেছি। এখনো শুনানির তারিখ নির্ধারিত হয়নি।'
এর আগে, অভিনেতা ইরফান সাজ্জাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও পোস্ট করার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। সাজ্জাদ সাংবাদিকদের বলেন, 'শো রুমের ট্রায়াল রুমে সিসিটিভি ক্যামেরায় গোপনে মেয়েদের আপত্তিকর ভিডিও ধারণ করা হতো—বিষয়টি ধরা পড়ে যায়। একজন ভুক্তভোগী আমার পরিচিত। আমাকে যখন বিষয়টি জানানো হয়, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সে সময় অনেক মানুষ দোকানদারকে মারধর করছিলেন, আমি তাদের শান্ত হতে বলি। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।'
দোকানের সিসিটিভি ক্যামেরা ও স্টোরেজ সিস্টেম জব্দ করা হয়েছে জানিয়ে এসআই রায়হান বলেন, 'দোকানের বাকি কর্মচারীরা পলাতক। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে। আদালত রিমান্ড মঞ্জুর করলে আমরা জানার চেষ্টা করবো, কেন তারা এ ধরনের ফুটেজ সংগ্রহ করছিলেন।'
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com