এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর নামে কেনা ফার্ম হাউজ বেআইনিভাবে দাবি করছেন তিনজন। এই অভিযোগ করে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শ্রীদেবীর স্বামী প্রযোজক বনি কাপুর। তাঁর দাবি, চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের ফার্ম হাউজটি ১৯৮৮ সালে শ্রীদেবীর নামে কেনা হয়েছিল।
বনি কাপুর আদালতে জানিয়েছেন, এক মহিলা ও তার দুই ছেলে সম্প্রতি দাবি করেছেন শ্রীদেবীর স্মৃতি বিজড়িত ওই ফার্ম হাউজের প্রকৃত মালিক তারা। মহিলার দাবি, ফার্ম হাউজের আসল মালিকের ছেলের দ্বিতীয় স্ত্রী তিনি। ১৯৭৫ সালে তিনি বিয়ে করেন।
তবে বনি জানিয়েছেন, ওই ব্যক্তির প্রথম স্ত্রী ১৯৯৯ সালে মারা যান। তাদের বিচ্ছেদও হয়নি। ফলে আইনের চোখে দ্বিতীয় বিয়ে অবৈধ। বনির অভিযোগ, ২০০৫ সালের একটি নথি দেখিয়ে ফার্ম হাউজটি দখলের চেষ্টা করছেন ওই তিনজন। বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশ স্থানীয় প্রশাসনকে চার সপ্তাহের মধ্যে বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com