রাজগীর, বাংলাদেশ গ্লোবাল: ভারতের বিহারের রাজগিরে আগামীকাল শুক্রবার (২৯ আগস্ট) শুরু হচ্ছে হিরো এশিয়া কাপ। পাকিস্তান এবং ওমান এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। তাদের পরিবর্তে খেলার সুযোগে পেয়েছে বাংলাদেশ এবং কাজাখস্তান।
বিশ্বে ২৯তম স্থানে থাকা বাংলাদেশ প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে নিয়মিত দলগুলির মধ্যে একটি। ১৯৮২ সালে শুরু হওয়ার পর থেকে এশিয়া কাপের নিয়মিত মুখ বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল।
কাগজে-কলমের হিসেবে বাংলাদেশের জন্য মালয়েশিয়া শক্তিশালী প্রতিপক্ষ। তাই জয় দিয়ে এশিয়া কাপ শুরু করতে হলে বাংলাদেশকে মাঠের পারফরম্যান্সে সেরাটা দিতে হবে। তবে বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় দলে না থাকায় মালয়েশিয়ার বিপক্ষে বিপদে পড়তে হতে পারে বাংলাদেশকে।
বিশ্বে ৩৮তম স্থানে থাকা চাইনিজ তাইপে, ২০১৩ সালে অভিষেকের পর দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টে খেলছে। চাইনিজ তাইপে পুল 'বি'তে দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ এবং মালয়েশিয়ার সঙ্গে একই গ্রুপে লড়ছে। তারা শুক্রবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। তারপর শনিবার বাংলাদেশ এবং ১ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলবে। ২০১৩ সালের এশিয়া কাপের সময় চাইনিজ তাইপেই তাদের সব পুল ম্যাচ হেরে গ্রুপে শেষ স্থানে ছিল।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com