ঢাকা      শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
শিরোনাম

দুই বোনকে জীবিত পেলেও অন্যজনের মরদেহ উদ্ধার

IMG
29 August 2025, 8:47 PM

কক্সবাজার, বাংলাদেশ গ্লোবাল: কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে তিন বোনের মধ্যে নিখোঁজ পিংকি আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রীর লাশ বিকেলে উদ্ধার করেছে ডুবুরি দল। এর আগে, দুই বোনকে স্থানীয় জনতা জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পিংকি চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৯ম শ্রেণীর ছাত্রী। এছাড়া আছমাউল (১০ম শ্রেণী) ও তাসফিয়া জান্নাত (৬ষ্ঠ শ্রেণি)ও একই স্কুলের ছাত্রী।

পুলিশ জানায়, আজ শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে তিন বোন চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড মৌলভীরচর এলাকার আবছার উদ্দিনের মেয়ে আছমা আক্তার (১৬), তার বোন তাসফিয়া (১২) ও খালাতো বোন একই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে পিংকি মাতামুহুরী ব্রিজের পাশে নদীতে গোসল করতে যান। এ সময় তিনজনই তলিয়ে যাওয়ার সময় নদীর অপর পাশ থেকে লোকজন সাঁতরিয়ে দুই বোনকে উদ্ধার করলেও পিংকি পানিতে ডুবে নিখোঁজ ছিলেন।

স্থানীয় লোকজন মাছ ধরার জাল দিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ডুবুরি দল চট্টগ্রাম থেকে এসে বিকেল পৌনে ৫টার দিকে একই স্থান থেকে পিংকি আক্তারের লাশ উদ্ধার করেন।

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার দিদারুল হক সাংবাদিকদের জানান, দুপুরে গোসলে নেমে তিন বোনের মধ্যে দু’জনকে স্থানীয় লোকজন উদ্ধার করলেও পিংকি নিখোঁজ ছিলেন। পরে সিভিল ডিফেন্স কর্মীদের সহায়তায় ডুবুরি দল চট্টগ্রাম থেকে এসে পিংকির লাশ উদ্ধার করেন।

চকরিয়া বদরখালী নৌ পুলিশের ওসি আবুল কাশেম জানান, কোনো অভিযোগ না থাকায় পানিতে ডুবে মারা যাওয়া স্কুল ছাত্রীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন