ঢাকা      শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
শিরোনাম

বাইচের নোকার সঙ্গে বরযাত্রীর ট্রলারের সংঘর্ষ, নিহত ২

IMG
30 August 2025, 11:47 AM

সিরাজগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকাবাইচ প্রতিযোগিতার মহড়া চলাকালে বরযাত্রীবাহী শ্যালো ইঞ্জিন চালিত নৌকার সঙ্গে সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। তারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন উল্লাপাড়া মডেল থানার এএসআই ওমর ফারুক।

জানা যায়, চাকসা দক্ষিণপাড়া এলাকার ‘মায়ের দোয়া’ নামে একটি নৌকাবাইচ দল মহড়া শেষে ফেরার সময় দহকুলা ব্রিজের কাছে এ দুর্ঘটনার শিকার হয়। সংঘর্ষের পর বাইচের নৌকাটি ডুবে গেলে সবাই পানিতে পড়ে যান। পরে আশপাশের মানুষ দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের এএসআই ওমর ফারুক স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বলেন, মহড়া শেষে ফেরার পথে বাইচ দলের নৌকাটির সঙ্গে বরযাত্রীবাহী একটি শ্যালো ইঞ্জিন চালিত নৌকার সংঘর্ষ হয়। এতে বাইচ দলের দুই সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান।

তিনি আরও বলেন, এই দুর্ঘটনায় আহতদের স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন