রাজগির, বাংলাদেশ গ্লোবাল: রাজগিরে হিরো এশিয়া কাপ হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। আজ শনিবার (৩০ আগস্ট) ভারতের বিহারের রাজগির স্পোর্টস কমপ্লেক্সে চাইনিজ তাইপের বিপক্ষে ৮-৩ গোলের দুর্দান্ত জয় পায় লাল-সবুজের দল।
ম্যাচের শুরুতে একটু অগোছালো থাকলেও ধীরে ধীরে খেলার সাথে মানিয়ে নেয় বাংলাদেশ। ফলে একের পর এক গোল আসতে থাকে আশরাফুল ইসলামদের। সব মিলিয়ে ম্যাচে আটটি গোল করেন বাংলাদেশের খেলোয়াড়রা।
এই জয়ে ২ ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ পয়েন্ট। এর আগে, গতকাল শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হার মানে বাংলাদেশ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com