ঢাকা      রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২
শিরোনাম

নুরের ওপর হামলা মানুষ মেনে নেবে না: মঈন খান

IMG
30 August 2025, 10:04 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘নুরুল হক নুরের ওপরে এহেন হামলা জনগণ মেনে নেবে না।’ আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

মঈন খান আইসিইউতে ভর্তি নুরুল হক নুরকে দেখেন এবং চিকিৎসকদের কাছ থেকে তার সর্বশেষ অবস্থা জানেন। তিনি বলেন, ‘রাজপথে নুরুল হক নুরের অবস্থান স্পষ্ট। তার ওপরে এভাবে হামলার ঘটনা দেশের মানুষ মেনে নিতে পারে না। আমরা এই ঘটনার নিন্দা জানাই। এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।’

মঈন খান আরও বলেন, ‘বাংলাদেশে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। বাংলাদেশে গায়ের জোরে কারও মুখ বন্ধ করা যাবে না।’

মঈন খান বলেন, ২৪-এর আগস্টের পূর্ব থেকে বিএনপিসহ দেশের ৬৩ রাজনৈতিক দল একত্রিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে ছিলাম। সে আন্দোলনে নুরুল হক নুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আগামীতেও একইভাবে গণতন্ত্র ফিরিয়ে আনবো এবং শান্তিপূর্ণ সহবস্থান ও মতপ্রকাশের স্বাধীনতা থাকবে।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আজকে নয়, হাজার বছরের ইতিহাস দেখলে দেখা যাবে, এদেশের মানুষ কখনও অত্যাচার-জুলুম সহ্য করে নাই। তারা প্রতিবাদ করেছে এবং স্বাধীনতার জন্য বারংবার যুদ্ধ করেছে।’

গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাইকে বিশ্বাসী হতে হবে উল্লেখ করে মঈন খান বলেন, ‘সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের ইচ্ছার স্পষ্ট প্রতিফলন হতে হবে। তারা নির্বাচনে তাদের মতামত দেবে এবং সেই মতামতের মাধ্যমে যারা সংখ্যাগরিষ্ঠ পাবে তারাই এ দেশ পরিচালনা করবে।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন