স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। আজ শনিবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতেছে স্বাগতিকরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান তোলে ডাচরা। জবাবে ৩৯ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।
বলের হিসাবে ২০ ওভারের ক্রিকেটে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জয়। ২০১৪ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে ৪৮ বল বাকি থাকতে জিতেছিল টাইগাররা। আর গত বছর প্রেইরি ভিউতে যুক্তরাষ্ট্রকে তারা হারায় ৫০ বল হাতে রেখে।
৭৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৪ উইকেটের দেখা পান ম্যাচ সেরা পেসার তাসকিন। চার ওভারে ২৮ রান খরচায় তার শিকার ৪ উইকেট। তিন নম্বরে নামা লিটন মাত্র ২৬ বলে ফিফটি ছুঁয়ে অপরাজিত থাকেন ৫৪ রানে। ২৯ বল মোকাবিলায় তিনি মারেন ছয়টি চার ও দু'টি ছক্কা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ড এতোদিন এককভাবে ছিল সাকিব আল হাসানের দখলে। এবার তাতে ভাগ বসালেন লিটন। দু'জনেরই হাফ সেঞ্চুরির সংখ্যা এখন সমান ১৩টি।
দুই বছর পর জাতীয় দলের হয়ে এই সংস্করণে খেলতে নামা সাইফ হাসান ব্যাটে-বলে কাড়েন নজর। দুই ওভারে ১৮ রানে তিনি পান ২ উইকেট। এরপর চার নম্বরে ক্রিজে গিয়ে ঝড় তোলেন। ১৯ বলে একটি চার ও তিনটি ছক্কায় করেন অপরাজিত ৩৬ রান।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com